Posted inদর্শন
কনসাশনেস এবং অস্তিত্ব কথন
প্রত্যয় একদিন বাজারে গেলো খাসির মাংস কিনতে। কিন্তু হুট করে একটা বিষয় তার মনে চিন্তার উদ্রেক ঘটালো। সে লক্ষ করলো যে কসাইখানার সামনে অনেকগুলো ছাগল বাধা। এগুলো থেকে ধরে ধরে কসাই কিছুক্ষণ পর পর একটা একটা করে জবাই দিচ্ছে। কিন্তু যে বিষয়টা সে খেয়াল করলো সেটা হলো অন্য ছাগলগুলোর আচরণ! মানে তাদেরই কেউ জবাই হচ্ছে আর তাদের মধ্যে কোনো ভ্রুক্ষেপই নাই! নির্দ্বিধায় খাচ্ছে, জাবর কাটছে! তারমানে কি এই যে তাদের মাঝে মৃত্যু বিষয়ক কোনো ধারণা নেই?!? নাকি অন্যকিছু? নাকি মানুষ মৃত্যুকে যেরকম ভয়ঙ্কর ভাবে তারা সেরকম ভাবেনা?!?