Posted inদর্শন
সময়, পরিবর্তন এবং স্বকীয়তা
পরিবর্তন বিষয়টা বড়োই অদ্ভুত! এই যেমন একটা নৌকা কিছুদিন পরপর নষ্ট হয়ে যাওয়া পাটাতন পরিবর্তন করতে হয়। সাথে বাকি উপাদানগুলোও। এভাবে কয়েক বছর পর চিন্তা করলে দেখা যায় যেসব উপাদান দিয়ে নৌকাটা (ধরা যাক X) তৈরি করা হয়েছিলো সেগুলোর আর কোনো অস্তিত্ব সেই নৌকায় নেই। তারপরও কি ওই নৌকাটাকে X বলা যাবে?