Posted inপ্রোগ্রামিং
ফ্লাটারে কোন স্টেট ম্যানেজমেন্ট সল্যুশন ভালো?
ফ্লাটারে স্টেট ম্যানেজমেন্ট একটা বহুল আলোচিত বিষয়। ঠিক আর্কিটেকচার যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা বহুল আলোচিত বিষয় তেমন। এসব বিষয় সাধারণত অবজেক্টিভ এর চাইতে সাবজেক্টিভই হয় বেশি। আমি এই আলোচনায় আর যাবোনা।অর্থাৎ কোন স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি কোনটার চাইতে ভালো সে বিষয়ে কিছু বলবোনা। আমি কি ইউজ করি সেটাও মূখ্য নয়।আমি আজ মূলত এবিষয়ে ইলিগ্যান্ট একটা ওয়ে এবং তার সুবিধা অসুবিধা গুলো আলোচনা করবো।