Posted inপ্রোগ্রামিং বিজ্ঞান
প্রোগ্রামিং চিন্তন – ১
সময়টা সম্ভবত ২০০৪ কি ২০০৫ সাল! আমার বাবা তখন একবার ট্রেনিং এর জন্য ঢাকা আসেন! আমরা তখন থাকতাম রংপুর শহর থেকে প্রায় ২৩ কিলো দুরের এক মফস্বল এলাকায়! তো ঢাকা থেকে যাওয়ার সময় তিনি একটা মোবাইল ফোন কিনে নিয়ে যান! Siemens C65 মডেলের ক্যামেরা ফোন! আমার দেখা প্রথম রঙিন ডিস্পলের ফোন! উনি ঢাকা থাকা অবস্থায় আমরা দিনাজপুরে আমাদের গ্রামের বাড়িতে ছিলাম!