প্রতিপদার্থ, সময়ের বিপরীতমুখীতা এবং আয়না মহাবিশ্ব
প্রচলিত ধারণা অনুযায়ী মহাবিশ্ব সবসময় ছিলোনা। একসময় এর আবির্ভাব হয়েছে শুন্য থেকে (এক্স-নিহিলো)। অনেকে এই আবির্ভাব হওয়ার সময়টাকে বিগব্যাং আখ্যা দিয়ে থাকেন। আবার অনেকে বিগব্যাং ই যে মহাবিশ্বের শুরু তা মানতে নারাজ। তার যথেষ্ট যৌক্তিক কারণও আছে। এই যেমন কোত্থেকে এলো এই মহাবিশ্ব? এর আগে কি ছিলো ইত্যাদি ইত্যাদি। এগুলোর অনেকপ্রকার উত্তরই অনেকে দেওয়ার চেষ্টা করেছেন। কেউ বলেন মাল্টিভার্স থিওরির কথা, আবার কেউ কেউ (রজার পেনরোজ) বলেন সাইক্লিক ইউনিভার্সের কথা। অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস নাই, বরং বিগব্যাং এ এক মহাবি